শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ১৭ জানুয়ারি ২০২৬

১৫ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান

১৫ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান
ছবি: সংগৃহীত

মুক্তির পর প্রত্যাশার ভারে টিকতে না পেরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড তারকা কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা’। সিনেমাটির এমন ভরাডুবির পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কার্তিক নিজেই—কারণ, তিনি নিজের নেওয়া পুরো পারিশ্রমিক প্রযোজককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, করণ জোহরের ধর্মা প্রোডাকশনস প্রযোজিত এই ছবির বাজেট ছিল প্রায় ৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২৫ কোটি টাকা)। তবে মুক্তির পর বক্স অফিসে ছবিটি আয় করতে পেরেছে মাত্র ৪০ কোটি রুপির মতো। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের লোকসানের মুখে পড়ে প্রযোজনা সংস্থা। এমন পরিস্থিতিতে ছবিটির জন্য নেওয়া নিজের ১৫ কোটি রুপি পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কার্তিক।

এই ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে করণ জোহর ও কার্তিক আরিয়ানের সম্পর্কের অতীত অধ্যায়। একসময় পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে প্রকাশ্যেই করণ কটাক্ষ করেছিলেন কার্তিককে, যার জেরে কিছু প্রজেক্ট থেকেও বাদ পড়েন অভিনেতা। পরে অবশ্য দুজনের সম্পর্কের বরফ গলে, ফের একসঙ্গে কাজ করেন তারা।

তবে কার্তিকের ঘনিষ্ঠ সূত্র বলছে, এই সিদ্ধান্ত শুধুই প্রযোজকের মন রক্ষার জন্য নয়—এটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত ও নৈতিক অবস্থান থেকে নেওয়া। উল্লেখযোগ্যভাবে, এর আগেও ‘শাহজাদা’ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হলে একইভাবে পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

সব মিলিয়ে, নতুন বছরের শুরুটা কার্তিক আরিয়ানের জন্য খুব একটা স্বস্তির নয়। বিতর্ক, বাণিজ্যিক ব্যর্থতা আর আর্থিক চাপের মাঝেই এখন ভক্তদের দৃষ্টি তার পরবর্তী সিনেমার দিকে—সেখানেই হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে চান এই বলিউড তারকা।

সর্বশেষ