মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১৩ জানুয়ারি ২০২৬

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!
ছবি: সংগৃহীত

রূপকথার ঝুলিতে নয়, এবার রহস্য আর আবেগের গল্পে ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে একেবারে ভিন্ন আঙ্গিকে হাজির হচ্ছেন ‘ঠাকুমা’র চরিত্রে। তবে এটি কোনো চেনা কার্টুন কিংবা লোককথার গল্প নয়; বরং আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত এক ব্যতিক্রমী ওয়েব সিরিজ।

‘ঠাকুমার ঝুলি’ নামের এই ওয়েব সিরিজে শ্রাবন্তীর নাতনির চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যাণী মন্ডল। সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকায় এই প্রজেক্টটির নাম প্রকাশ করেছে। ঘোষণার পর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে কৌতূহল ও আলোচনা।

সিরিজটির গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির গভীর ও বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে। এখানে আবেগ, অভিজ্ঞতা আর প্রজন্মের ব্যবধান মিলেমিশে তৈরি করবে এক আলাদা অনুভূতির গল্প। এতদিন শ্রাবন্তীকে পর্দায় দেখা গেছে রোমান্টিক নায়িকা, মা কিংবা স্ত্রীর চরিত্রে; তবে এই প্রথমবার তিনি অভিনয় করছেন একজন বয়স্ক নারীর—একজন ঠাকুমার ভূমিকায়। প্রিয় অভিনেত্রীর এমন আমূল রূপান্তর এবং নতুন লুক দেখার অপেক্ষায় এখন দর্শকরা।

ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এলেও শ্রাবন্তী বর্তমানে পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি ফিরেছেন কলকাতায়। জানা গেছে, চলতি মাসেই ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের শুটিং শুরু করবেন তিনি। নানা আলোচনা-সমালোচনা থেকে নিজেকে দূরে রেখে কাজেই মন দিয়েছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছিল। এবার তার ‘ঠাকুমা’ লুক কতটা চমক দিতে পারে, সেটাই দেখার অপেক্ষা।

অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ দিয়ে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজের অন্যতম আকর্ষণ। একজন সিনিয়র ও অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। শ্রাবন্তীর সঙ্গে একই পর্দায় অভিনয়কে নিজের ক্যারিয়ারের বড় অভিজ্ঞতা হিসেবেই দেখছেন দিব্যাণী।

সব মিলিয়ে, সম্পর্ক, অনুভূতি আর অভিনয়ের নতুন মাত্রা নিয়ে ‘ঠাকুমার ঝুলি’ হতে যাচ্ছে হইচই-এর নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত ওয়েব সিরিজ।