অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না : মালাইকা
ভাঙনের শব্দ অনেক সময় নীরব হয়, কিন্তু তার রেশ থেকে যায় দীর্ঘদিন। বলিউডের এমনই এক আলোচিত অধ্যায়ের নাম মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। ছয় বছরের প্রেমের পর ২০২৪ সালে আলাদা হয়ে যান এই তারকা জুটি। বিচ্ছেদের পর দীর্ঘদিন নীরব থাকলেও এবার নিজের অনুভূতি ও সম্পর্কের বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বললেন মালাইকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, অতীত বা ভবিষ্যৎ—কোনো কিছু নিয়েই তিনি জল্পনা বাড়াতে চান না। মালাইকার ভাষায়,
‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কিছু বলার ইচ্ছে নেই। আমাদের সম্পর্ক নিয়ে ইতোমধ্যে যথেষ্ট লেখালেখি হয়েছে।’
তবে বিচ্ছেদ মানেই সব সম্পর্কের ইতি নয়—এ কথাও জানাতে ভোলেননি তিনি। মালাইকা বলেন, অর্জুন কাপুর তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়েই থাকবেন।
মানুষের আবেগ ও মানসিক ওঠানামা নিয়ে মালাইকার উপলব্ধি, ‘আঘাত, রাগ কিংবা হতাশা—এসব অনুভূতি জীবনেরই অংশ। আমরা সবাই মানুষ, তাই এগুলো স্বাভাবিক। কিন্তু আমি বিশ্বাস করি, সময়ই সবচেয়ে বড় ওষুধ। সময়ের সঙ্গে সঙ্গে সব ক্ষতই ধীরে ধীরে সেরে যায়।’
নিজের জীবনদর্শন ও অভিজ্ঞতার আলোকে বিয়ে ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তাঁর মতে, ‘কম বয়সে বিয়ে করার মতো সিদ্ধান্ত আর নেওয়া উচিত নয়। জীবনকে আগে উপভোগ করতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করা সবচেয়ে জরুরি। মা হওয়াটা আমার জীবনের অন্যতম বড় অর্জন, কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু।’
পরিণত উপলব্ধি ও আত্মবিশ্বাসী কণ্ঠে মালাইকা যেন বুঝিয়ে দিলেন—অতীতকে সম্মান জানিয়ে, নিজেকে অগ্রাধিকার দিয়েই তিনি এগিয়ে যেতে চান জীবনের পরবর্তী অধ্যায়ে।



























