মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ১৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল, নৌ ও বিমান—তিন বাহিনীরই যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, বর্তমানে তিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল চালু আছে এবং তিনি নিজেও নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তিনি আরও জানান, কেবল সেনাবাহিনী নয়—নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ পর্যায় থেকেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া ভারত একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠিয়েছে, যারা মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে। এসব উদ্যোগের একমাত্র উদ্দেশ্য হলো—যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল বার্তা ছড়ানোর সুযোগ না থাকে।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করে বলেন, তিন বাহিনীর পরিচালিত কার্যক্রমের কোনোটিই বাংলাদেশের বিরুদ্ধে নয়।

বাংলাদেশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশের সরকার কাঠামো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, প্রথমেই বোঝা প্রয়োজন—বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার কার্যকর রয়েছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তাদের সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি। সেই ভিত্তিতেই ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন হবে কি না, তা নির্ধারণ করা হবে।

সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এটি একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। ভারত যেমন নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে, তেমনি অন্যান্য দেশও একই পথে এগোচ্ছে।