শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৩ জানুয়ারি ২০২৬

পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
ছবি: সংগৃহীত

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম সাধারণ নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে দেশটির জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) জাপানের সংসদের নিম্নকক্ষের স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা পাঠ করে শোনান। একই সঙ্গে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচনের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের সরাসরি সমর্থন বা নতুন ম্যান্ডেট অর্জনই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

বর্তমানে জাপানে ক্ষমতাসীন রয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) জোট সরকার। তবে সংসদের নিম্নকক্ষে এই জোটের সংখ্যাগরিষ্ঠতা বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরেই এলডিপি বিভিন্ন অভ্যন্তরীণ কেলেঙ্কারি ও জনসমর্থন হ্রাসের চাপে রয়েছে। তবুও প্রধানমন্ত্রী তাকাইচি তার মন্ত্রিসভার প্রতি বিদ্যমান ইতিবাচক জনমতকে কাজে লাগিয়ে নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়ার আশা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভার জনপ্রিয়তা শেষ পর্যন্ত দলকে কতটা ভোট এনে দিতে পারবে—তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কারণ সাধারণ জনগণের প্রধান উদ্বেগ এখন আকাশচুম্বী মূল্যস্ফীতি।

জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি ইয়েনের দরপতনের ফলে আমদানিকৃত পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

বিশেষ করে চালের মূল্যবৃদ্ধি এই সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে চালের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছিল। সর্বশেষ ডিসেম্বরের তথ্যে দেখা গেছে, দাম এখনও আগের বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি।

উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জের ধরেই গত অক্টোবর মাসে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সরকারের পতন ঘটে এবং এরপর ক্ষমতায় আসেন সানায়ে তাকাইচি। ফলে এবারের নির্বাচনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংস্কারই জয়–পরাজয়ের প্রধান নির্ধারক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এএফপি