বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৪, ২ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, রাজধানীতে সেনা মোতায়েন

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, রাজধানীতে সেনা মোতায়েন
সংগৃহীত

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ-সুবিধার বিরুদ্ধে চলমান বিক্ষোভে সহিংসতা দেখা দেওয়ায় রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে। গত কয়েক দিনে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নেন।

বিকেলে জাকার্তার ন্যাশনাল পার্লামেন্ট ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে সেনাদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি সুমাত্রার পালেমবাং, বোর্নিওর বানজারমাসিন ও জাভার ইয়োগ্যাকার্তা শহরেও বড় আকারে বিক্ষোভ হয়েছে।

২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কাইসিয়া কামেলিয়া বলেন, “আমাদের প্রধান দাবি পার্লামেন্ট সংস্কার। আমরা চাই সদস্যরা সরাসরি আমাদের সঙ্গে কথা বলুক, কারণ তারা জনগণের প্রতিনিধি। তারা কি দেশে সামরিক আইন জারির অপেক্ষা করছে?”

প্রথমদিকে এমপিদের আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু হলেও ব্যাপক সমালোচনার মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সংসদ নেতারা সিদ্ধান্তটি প্রত্যাহার করতে বাধ্য হন। তবে গত বৃহস্পতিবার রাতে পুলিশের গাড়ির চাপায় এক তরুণ নিহত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর আন্দোলন উত্তাল হয়ে ওঠে।

রাজধানীজুড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে এবং সেনা-পুলিশ যৌথ টহল দিচ্ছে। কৌশলগত স্থানে স্নাইপার মোতায়েন করা হয়েছে। সাধারণত যানজটে ভরা জাকার্তার প্রধান সড়কগুলো বিক্ষোভ চলাকালে প্রায় ফাঁকা ছিল। জাতীয় স্মৃতিস্তম্ভ ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনেও শত শত সেনা মোতায়েন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমপি ভাতা প্রত্যাহার বা প্রেসিডেন্টের বক্তব্য বিক্ষোভ প্রশমনে যথেষ্ট নয়। ৬০ বছর বয়সী নাস্তাশিল্পী সুয়ার্দি বলেন,
“ইন্দোনেশিয়ার সরকার সম্পূর্ণ বিশৃঙ্খল। মন্ত্রিসভা ও পার্লামেন্ট জনগণের কথা শোনে না। আমরা সবসময় প্রতারিত হয়েছি, তাই মানুষ ক্ষুব্ধ।”

পরিস্থিতি ঘোলাটে হওয়ায় প্রেসিডেন্ট প্রাবোও চীন সফর বাতিল করেছেন। বিক্ষোভ চলাকালে কয়েকজন এমপির বাড়ি লুটপাট ও অর্থমন্ত্রীর বাড়িতে ভাঙচুর হয়েছে। শুক্রবার মাকাসারে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুনে অন্তত তিনজন নিহত হন। একই শহরে ভুলক্রমে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। ইয়োগ্যাকার্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

সম্পর্কিত বিষয়: