শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ১২ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা) স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।’

ডিএমপি কমিশনার আরও জানান, অভিযানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ সব সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আরও খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতের আমির।

জনপ্রিয়