মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১৯ জানুয়ারি ২০২৬

গণভোট প্রচারণার দায়িত্ব সব রাজনৈতিক দলের : ফাওজুল

গণভোট প্রচারণার দায়িত্ব সব রাজনৈতিক দলের : ফাওজুল
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের প্রচারণার দায়িত্ব শুধু সরকারের একার নয়, এ দায়িত্ব দেশের সকল রাজনৈতিক দলেরও। 

সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা বলেন। 

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সব সদস্য ইতোমধ্যে দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারির পর থেকে এই প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নেই, কোনো প্রার্থী নেই। ফলে এই গণভোটে সবাই আমাদের প্রার্থী এবং সবাই এই প্রক্রিয়ার অংশ।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, একটি উৎসবমুখর পরিবেশে এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই নির্বাচন আগের যেকোনো নির্বাচনের মতো নয়। এটি জাতি হিসেবে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণ করবে এবং একটি নতুন পথের সন্ধান দেবে।

তিনি বলেন, এ গণভোটে ভোটাররা কারও পরামর্শ, নির্দেশনা বা চাপে নয়—নিজেদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত জানাবেন। এর মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে, যারা জনগণের প্রভু নয়, বরং জনগণের প্রতিনিধি ও সেবক হিসেবে কাজ করবে।

সর্বশেষ