মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ১৯ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র সব দলের সঙ্গে কাজ করতে আগ্রহী : ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্র সব দলের সঙ্গে কাজ করতে আগ্রহী : ক্রিস্টেনসেন
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মা‌র্কিন রাষ্ট্রদূত ব‌লেন,  বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মূলত আসন্ন নির্বাচন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানার জন্য। রাষ্ট্রদূত বলেন, শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বিএনপির মিডিয়া সেলের দেওয়া তথ্যমতে, গুলশানে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ