মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১৯ জানুয়ারি ২০২৬

কমিশন কোনো চাপে নেই : ইসি আনোয়ারুল

কমিশন কোনো চাপে নেই : ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন কোনো চাপে নেই এবং সবাই ভালো নির্বাচন চায়। তিনি নিশ্চিত করেছেন, ছোট দল বা বড়—সব প্রার্থী সমান সুযোগ পাবেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “একটি কমিশনের একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। আগের অভিজ্ঞতা কোনোভাবে কাজে আসে না। ইসিতে আসা অভিযোগ ও পরামর্শ কমিশনকে সমৃদ্ধ করছে। ছোট সমস্যা সমাধান করা হচ্ছে; বড় সমস্যার সম্মুখীন এখনো হয়নি।”

রাজনৈতিক দলের বক্তব্য খতিয়ে দেখছে কমিশন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপিল শুনানিতে কমিশন আশা করছে, ভোটের মাঠেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব বজায় রাখবেন।

সর্বশেষ