শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:২৪, ৪ আগস্ট ২০২৪

আজ যে সব এলাকায় কারফিউ শিথিল থাকবে

আজ যে সব এলাকায় কারফিউ শিথিল থাকবে
সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলন ও পরবর্তী সহিংসতা ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করেছে গত ১৯ জুলাই। এরপর ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় তা নির্ধারিত সময়ে শিথিল করা হয়। রবিবার (৪ আগস্ট) দেশের বেশকিছু জেলায় কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল। অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সম্পর্কিত বিষয়: