শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মৌচাকে মসজিদে আগুন

রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
সংগৃহীত

রাজধানীর মৌচাকে একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়