খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শুক্রবার সকাল থেকেই জিয়া উদ্যানে নেমেছে মানুষের ঢল। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ ফুল ও শ্রদ্ধা নিয়ে ছুটে আসছেন প্রিয় নেত্রীর সমাধিতে।
সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানের মোড় থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরমুখী মানুষের দীর্ঘ সারি। সংসদ ভবনের সামনের সড়ক, বেইলি ব্রিজ হয়ে কবর প্রাঙ্গণ পর্যন্ত নারী-পুরুষের অবিরাম লাইন চোখে পড়ার মতো। কবরে ফুল অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কবর প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবরে জিয়ারত করেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, কেউ নীরবে দাঁড়িয়ে দোয়া করছেন, আবার কেউ মোনাজাতে অংশ নিয়ে প্রার্থনা করছেন বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
জুমার নামাজের পর দেশের সব মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।



























