রোববার ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ৩ জানুয়ারি ২০২৬

ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে, তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। চূড়ান্তভাবে বৈধ ঘোষিত প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জনপ্রিয়