রোববার ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ৩ জানুয়ারি ২০২৬

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
ছবি: সংগৃহীত

এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে দুইজন ভোটারের তথ্য ভুল থাকায় তা বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন,
“আমি আইনি পথে হাঁটবো। নির্বাচন কমিশনে আপিল করবো।”

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। একই পোস্টে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।

জনপ্রিয়