সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ডে ১-১ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

ইংল্যান্ডে ১-১ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের প্রতিযোগিতামূলক সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ‘প্রধান ভূমিকায়’ থাকল বৃষ্টি। ইংল্যান্ডে সফরে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু নির্ধারিত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলের জয় সমান ১টি করে থাকায় ১-১ সমতায় শেষ হয়েছে পুরো সিরিজ।

সিরিজের প্রথম ম্যাচেই দারুণ শুরু করে জুনিয়র টাইগাররা। ৮৭ রানের বড় জয় দিয়ে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির হস্তক্ষেপে খেলা নেমে আসে ৪৫ ওভারে, আর সেখানেই হার দেখতে হয় বাংলাদেশকে। সিরিজ তখন সমতায় (১-১) ফেরে।

তৃতীয় ম্যাচ আরও কমে আসে ২৩ ওভারে। বাংলাদেশ ব্যাটিং করলেও ইংল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচেও দেখা দেয় একই চিত্র—৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ইংল্যান্ড ব্যাট করলেও বাংলাদেশ ব্যাট করতে নামার আগেই নামে বৃষ্টি, ম্যাচ পরিত্যক্ত হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ছিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। তবে প্রবল বর্ষণে এক বলও মাঠে গড়ায়নি। শেষ ম্যাচও বাতিল হয় বৃষ্টির কারণে।

ফলে বহু প্রত্যাশিত পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।