মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে জয়ে বড় অবদান রাখেন মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও সাইফ হাসান। আর তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

বল হাতে মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেন সাবেক পেসার উমর গুল। তিনি বলেন, “আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে, আজ আবার অন্যরকম উইকেটে। কিন্তু মুস্তাফিজ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব জায়গাতেই সেরাটা দিয়েছে। ব্যাক অব দ্য লেংথ, এঙ্গেল ও হার্ড লেংথের দারুণ ব্যবহার করেছে। উইকেটও পেয়েছে।”

বাংলাদেশের ব্যাটিংয়ে সাইফ হাসান ৪৫ বলে ৬১ এবং তাওহীদ হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন। এই দুই ব্যাটারের প্রশংসা ঝরেছে মিসবাহ উল হক ও শোয়েব মালিকের কণ্ঠেও।

মিসবাহ উল হক বলেন, “বাংলাদেশের রানিং বিটুইন দ্য উইকেট দারুণ ছিল। বাউন্ডারি পেয়েছে নিয়মিত। রানরেট কখনোই চাপ তৈরি করতে পারেনি। শেষ ওভারে কিছুটা প্যানিক করেছে, তবে হ্যাটস অফ ব্যাটারদের। এতো বড় মঞ্চে তারা যেভাবে কম্পোজড ক্রিকেট খেলেছে, সত্যিই অসাধারণ। সম্ভবত দ্বিতীয়বার তারা এত বড় রান তাড়া করে জিতল।”

অন্যদিকে শোয়েব মালিক তাওহীদ হৃদয়ের ব্যাটিং স্মার্টনেসের প্রশংসা করে বলেন, “যখন মাঠের একপাশ ছোট থাকে, সাধারণত সবাই ওদিকেই মারতে চায়। কিন্তু হৃদয় সেটা করেনি। সে ফাঁকা জায়গায় মেরেছে—এক্সট্রা কাভার, ব্যাকফুট পয়েন্ট—যেখানে গ্যাপ ছিল। রান তাড়ার সময় উইকেটে শান্ত থাকা অনেক বড় গুণ। হৃদয় সেটা দেখিয়েছে।”

বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বসিত ক্রিকেটবিশ্ব, বিশেষ করে পাকিস্তানের সাবেকরা মুস্তাফিজ-হৃদয়দের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: