মুস্তাফিজের সামনে রেকর্ডের হাতছানি

সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন মুস্তাফিজুর রহমান। বর্তমানে সমান ১৪৯টি করে উইকেট শিকার করেছেন সাকিব (১২৯ ম্যাচে) ও মুস্তাফিজ (১১৭ ম্যাচে)। আর মাত্র ১ উইকেট নিলেই শীর্ষে উঠে যাবেন কাটার মাস্টার।
আজ (বুধবার) দুবাইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচেই রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৪৫৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি।
২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় মুস্তাফিজের। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। সেই থেকেই হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা।
সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফিজ।
সাকিবকে সরিয়ে শীর্ষে উঠতে পারলে মুস্তাফিজ হবেন বিশ্বের মাত্র চতুর্থ বোলার, যিনি টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন। এর আগে এই কীর্তি গড়েছেন—
- আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট)
- নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট)
- নিউজিল্যান্ডের ইশ সোদি (১৫০ উইকেট)
এক উইকেটই মুস্তাফিজকে এনে দেবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারীর মুকুট ও বিশ্ব ক্রিকেটে এক বিশেষ ক্লাবের সদস্যপদ।