ঢাক-ঢোল ও উলুধ্বনিতে জামায়াত প্রার্থীকে স্বাগত
চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের জামায়াতুল মুজাহিদিন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি হাইতকান্দি ইউনিয়নের জেলেপাড়ায় ঢাকের তালে তালে তাকে ফুল ছিটিয়ে বরণ করার একটি ভিডিও ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ জামায়াতের মজলিশে শুরা সদস্য সাইফুর রহমান নির্বাচনী এলাকায় প্রতিদিনই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। সেই ধারাবাহিকতায় তিনি হাইতকান্দির জেলেপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক উঠান বৈঠকে যোগ দেন। সেখানে উপস্থিত কয়েক শতাধিক মানুষ ঢাক–ঢোল বাজিয়ে, ফুল ছিটিয়ে এবং ‘দাঁড়িপাল্লা’ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। নারীদের উলুধ্বনিও শোনা যায়। সাইফুর রহমান হাত তুলে সবার শুভেচ্ছা গ্রহণ করেন।
গত কয়েক সপ্তাহ ধরে তিনি উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌর এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। মসজিদভিত্তিক দোয়া মাহফিল থেকে শুরু করে উঠান বৈঠক, পথসভা—সব জায়গাতেই তার প্রচারণা সক্রিয়। বৌদ্ধ সম্প্রদায়ের কয়েকটি এলাকাতেও ধর্মীয় রীতিতে তাকে সম্মান জানানো হয়েছে বলে জানা গেছে। কোথাও কোথাও সনাতন ধর্মাবলম্বীরা তাকে বাড়ির উঠানে সঙ্গীত পরিবেশন করে বরণ করেছেন—যা অন্য প্রার্থীদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না।
গণসংযোগের সময় তিনি এলাকার ভাঙা রাস্তা, সেতু, কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যা নোটবুকে লিখে রাখছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, “জেলেদের মাছ ধরার বিদ্যমান আইন তাদের ক্ষতিগ্রস্ত করছে। নিষেধাজ্ঞার সময়ে তারা আয়শূন্য হয়ে পড়ে। আমি বলেছি—এই আইন পরিবর্তন জরুরি, নির্বাচিত হলে এ নিয়ে কাজ করব। এরপর থেকেই জেলে সম্প্রদায়সহ হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমাকে ডেকে নিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। আমিও তাদের ভালোবাসি। মিরসরাই আমার প্রাণের জায়গা। নির্বাচিত হলে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করব।”



























