সোমবার ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ১২ জানুয়ারি ২০২৬

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: ফখরুল

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: ফখরুল
ছবি: সংগৃহীত

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা।”

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তিনি নিজে আগে ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ক্রিকেটের সঙ্গে তার গভীর সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, “ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। এর সঙ্গে দেশের সম্মান ও মর্যাদার বিষয় জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হলে আমরা মনে করি, সেটি দেশের সম্মানেই আঘাত।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি পরীক্ষিত ও বৃহৎ রাজনৈতিক দল। এ দেশের যত বড় বড় অর্জন রয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলেই হয়েছে।”

আন্তর্জাতিক নদীর পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদী থেকে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। এ বিষয়ে বিএনপি আপসহীন অবস্থান বজায় রাখবে বলেও জানান তিনি।