খুলনায় ৬ বিএনপি’র নেতাকে শোকজ
খুলনার রূপসা উপজেলায় দলের নিয়ম অমান্য করার অভিযোগ বিএনপির ছয় নেতাকে শোকজ করা হয়েছে। রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান এবং সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া পৃথক পৃথক কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি এবং আপনার কতিপয় সহযোগী এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থি এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব এবং রুপসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।