বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৬ ডিসেম্বর ২০২৫

হলুদের সাজে কেয়া পায়েল

হলুদের সাজে কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

অল্প সময়ের মধ্যেই শোবিজ অঙ্গনে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের সাবলীলতা আর গ্ল্যামারের মিশেলে দর্শকদের মন জয় করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি দারুণভাবে সক্রিয়।

সম্প্রতি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এক আনন্দঘন মুহূর্ত। বন্ধু-বান্ধবীদের সঙ্গে তোলা গায়ে হলুদের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। ছবিতে দেখা যায়, হলুদের রঙিন আবহে প্রাণখোলা হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

বন্ধুদের সঙ্গে পোশাকের রঙে সামঞ্জস্য রেখে শাড়ি পরেছিলেন কেয়া। সাদামাটা সাজেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রুপ ছবিগুলোতে স্পষ্ট—বন্ধুর বিশেষ দিনে আনন্দে মেতে উঠেছিলেন তিনি। ছবির ক্যাপশনে ছোট্ট করে লিখেছেন, ‘বন্ধুর গায়ে হলুদে।’

তবে ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের নজর গিয়েছে অন্যদিকে। কমেন্ট বক্স জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কেয়া পায়েলের নিজের বিয়ের পরিকল্পনা কবে?
একজন লিখেছেন, ‘বন্ধুর হলুদ তো দেখলাম, এবার আপনার পালা কবে?’ আরেকজনের কৌতূহল, ‘সবাইকে বিয়েতে দেখছি, আপনার খবর কী?’

সব মিলিয়ে, বন্ধুর গায়ে হলুদের ছবি যেমন ভক্তদের ভালোবাসা কুড়িয়েছে, তেমনি কেয়া পায়েলের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আগ্রহ বাড়িয়েছে নেটদুনিয়ায়।

সর্বশেষ

জনপ্রিয়