সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

দলের মুখপাত্র ফারুক হাসান জানান, নুরুল হক নুর দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখেই দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার প্রয়োজনে শেষ পর্যন্ত তাকে বিদেশে নিতে হচ্ছে। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন, যেখানে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।

এ সময় সরকারের সমালোচনা করে ফারুক হাসান বলেন, নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এ ঘটনায় এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত সপ্তাহে বাসায় ফেরেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়