বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:৩৩, ৫ মে ২০২৪

ঢাকা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন একরাম

ঢাকা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন একরাম
একরাম

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নোয়াখালীর সন্তান একরামুল করিম একরাম।

শনিবার (৫ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন৷ 

বর্তমানে তিনি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক ছিলেন৷ সর্বশেষ এ ছাত্রনেতা গুলশান থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন৷ 

জানা যায়, একরাম স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত হন৷ তার বাড়ি সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে৷ 

ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক হওয়ায় তিনি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ 

২০২২ সালের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেন৷ 

তখন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হন রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাগর আহম্মেদ শামীম৷ প্রায় এক বছর সাড়ে চার মাস পরে কমিটি পূর্ণাঙ্গ করে ইউনিটটি৷

আ/ম

জনপ্রিয়