"গালি দিলে আমি থামবো না": উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, "মতের সাথে না মিললেই শাহবাগী, নাস্তিক বানিয়ে ফেসবুকে প্রচার চলবে।" তিনি রবিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন, যেখানে নারীদের অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইর কথা তুলে ধরেন।
উমামা ফাতেমা বলেন, "নারীদের অধিকার নিয়ে কথা বলার সময়েই আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়।" তিনি জানান, নারী রাজনীতিবিদদের একাংশকে গালি এবং অপবাদ দিয়ে চুপ করানোর চেষ্টা চলছে, যা সমাজে নারীর প্রতি বৈষম্যের একটি বড় দৃষ্টান্ত।
তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, "যদিও নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে ও তাদের মতামত প্রকাশ করছে, পুরুষদের মধ্যে সেই তুলনায় কোন পরিবর্তন হচ্ছে না।" নারীদের কাজের ক্ষেত্রে অসমতা এবং তাদের চাপের কথা তুলে ধরেন, যেখানে নারীরা বাড়ির কাজের পাশাপাশি কর্পোরেট দুনিয়ায় কাজ করতে বাধ্য হন।
উমামা বলেন, "সামাজিক রীতিনীতি মোকাবিলা করতে হলে সকলের মধ্যে মিথষ্ক্রিয়া প্রয়োজন," এবং তিনি যে সমস্ত অনলাইন আক্রমণের শিকার হচ্ছেন তার প্রতি একটি জবাব দিয়েছেন, "গালি দিতে থাকুন, আমি কথা বলে যাব।"