সেনাপ্রধানের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: মনিরা শারমিন

সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার সরকারের, সেনাবাহিনীর নয়।
তিনি বলেন, "তার বক্তব্য নিয়ে এখনো আমরা দলীয়ভাবে কোনো আলোচনা করিনি। তবে আমার ব্যক্তিগত মত হলো, নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। আমরা যারাই দাবি করছি, তারা কিন্তু সরকারের কাছেই দাবি করছি।"
মনিরা শারমিন প্রশ্ন তোলেন, এই ধরনের বক্তব্য সরকারের ওপর বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য কতটা ইতিবাচক বার্তা বহন করে। তিনি বলেন, "সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এর আগেও আমরা সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য শুনেছি। একেবারে ডিসেম্বরেই ভোট হতে হবে—ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য।”