পিআর নিয়ে মামা বাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী
আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে চেয়ে যেসব রাজনৈতিক দল দাবি তুলেছে, তাদের সেই দাবিকে ‘মামাবাড়ির আবদার’ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘পিআর নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।’
বুধবার (২৭ আগস্ট) জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী দাবি করেন, ‘রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান করা হচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির সাড়ে চারশোর বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে। অথচ দুই-একটি দল মনে করে সব তারাই করেছে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী আরও বলেন, ‘হাসিনা নির্বাচন দিতে চায়নি, আপনারাও চান না— এটি তো শেখ হাসিনারই সুর। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না—এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র হবে না, বরং এতে উগ্রপন্থা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’
তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে লুট করা টাকা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘মানুষ বেকার হচ্ছে, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে।’



























