মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ: রোহান গাভাস্কার

ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ: রোহান গাভাস্কার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট এখন আর শুধু অংশগ্রহণের জন্য মাঠে নামে না, বরং জয়ের দৃঢ় প্রত্যয় নিয়েই প্রতিটি ম্যাচে লড়াই করে। সাম্প্রতিক পারফরম্যান্সে দলটির ভেতরে যে আত্মবিশ্বাস জন্মেছে, সেটিকেই ভারতের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক রোহান গাভাস্কার।

‘ক্রিকবাজ বিশ্লেষণে’ তিনি বলেন, “বাংলাদেশ আর সেই দল নয় যারা বড় দলের নাম শুনে ভয় পায়। বরং তারা এখন জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং ম্যাচ জেতার পরিকল্পনা সাজাতে হয়। ভারত-বাংলাদেশ ম্যাচে তাদের সবচেয়ে বড় শক্তি হবে আত্মবিশ্বাস।”

সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া বর্তমান দলকে রোহান গাভাস্কার আখ্যা দিয়েছেন ‘ভারসাম্যপূর্ণ’ হিসেবে। তার মতে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য রাখে এই দল।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনেক দলই মানসিক চাপে ভেঙে পড়ে। কিন্তু গাভাস্কারের বিশ্বাস, বাংলাদেশ এখন সেই জায়গায় নেই। পরিকল্পনা সাজানো থেকে শুরু করে ম্যাচের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে জানে তারা। তাই ভারত ম্যাচে ভয় নয়, লড়াইয়ের মানসিকতা নিয়েই নামবে টাইগাররা।

অতীতেও একাধিকবার ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। এবারও আত্মবিশ্বাসের জোরে বড় প্রতিপক্ষের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণ করবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন রোহান গাভাস্কার।

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: