নাটকীয় ফাইনালে টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

নাটকীয়তায় ভরপুর সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ হাসি হেসেছে ভারত। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় ভারত। মাঝমাঠে ফ্রি-কিক আটকাতে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বাম দিক দিয়ে বল বাড়ায়। সেখান থেকে ক্রস করে গোল আদায় করে নেয় তারা।
তবে ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। ২৪ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার কিক থেকে আজিম খানের হেড পেয়ে মানিক মিয়া দুর্দান্ত হেডে জালে জড়ান বল। সমতায় ফেরে বাংলাদেশ।
কিন্তু ৩৭ মিনিটে ডিফেন্ডারদের ভুলে আবারও পিছিয়ে পড়ে লাল-সবুজরা। প্রথমে গোলরক্ষক আলিফ শট ফিরিয়ে দিলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ডিফেন্ডাররা। গোললাইন থেকে ইকরামুল ইসলাম ঠেকাতে পারলেও তা জালে জড়িয়ে যায়।
প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায়। ভারতের দুটি আক্রমণ ক্রসবারে প্রতিহত হয়। শেষ দশ মিনিটে বাংলাদেশ পুরোপুরি আধিপত্য বিস্তার করে। একটি পেনাল্টির দাবি করেছিল লাল-সবুজরা, তবে রেফারির দৃষ্টি এড়িয়ে যায় তা। ভারতের গোলরক্ষকের একটি হ্যান্ডবলও ধরা পড়েনি।
অবশেষে যোগ করা সময়ে আসে নাটকীয় মুহূর্ত। নির্ধারিত সময়ের শেষ সেকেন্ডে ডান প্রান্ত থেকে পাওয়া একটি লম্বা থ্রো ইন বক্সে পৌঁছায়। জটলার ভেতর থেকে বাংলাদেশি খেলোয়াড়ের প্লেসিং শটে বল জড়িয়ে যায় জালে। সমতায় ফেরে বাংলাদেশ, উল্লাসে ফেটে পড়ে ডাগআউট। ঠিক সঙ্গে সঙ্গেই বাজানো হয় শেষ বাঁশি।
নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম তিন শটেই গোল করে ভারত। বিপরীতে বাংলাদেশ মিস করে প্রথম দুই শট। তৃতীয় শটে গোল এলেও ভারতের চতুর্থ শটে গোল হওয়ায় ৪-১ ব্যবধানে টাইব্রেকারে জয় নিশ্চিত হয় ভারতের।
শেষ মুহূর্তের নাটকীয় গোল উপহার দিলেও শিরোপা উল্লাসে ভাসতে পারেনি বাংলাদেশ। তবে তাদের লড়াকু মানসিকতা আর দুর্দান্ত প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখল সবার কাছে।