এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

লা লিগায় দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক ম্যাচে গোল করে আলো ছড়াচ্ছেন ফরাসি তারকা। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষেও জ্বলে উঠেছিল তার জাদুকরী পা। তবে গোলের আনন্দের পরই নেমে আসে দুঃসংবাদ—চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৮১তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ডান পায়ের নিখুঁত শটে গোল করে ব্যবধান বাড়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ৯ ম্যাচে গোল করার নজির গড়েন তিনি।
কিন্তু আনন্দের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ১০ ম্যাচে ১৪ গোল করেছেন এই ফরাসি সুপারস্টার। তাই তার চোটের খবর মুহূর্তেই উদ্বেগ ছড়ায় রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স শিবিরে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জাবি আলোনসো বলেন,
“আমি এখনই বলতে পারি না যে সে ফ্রান্স দলে যোগ দেবে না। এমবাপ্পে কিছুটা অস্বস্তি বোধ করছে। জাতীয় দলের চিকিৎসকরা বিষয়টি মূল্যায়ন করবেন। আমরা আশা করছি, এটা গুরুতর কিছু নয়। কিন্তু এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।”
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স—আগামী শুক্রবার আজারবাইজানের বিপক্ষে, আর তিন দিন পর প্রতিপক্ষ আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তবে এমবাপ্পে যদি এই দুই ম্যাচে অনুপস্থিত থাকেন, তবে তা হবে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স—দুই দলের জন্যই বড় ধাক্কা।