নেইমার কবে মাঠে ফিরবেন, জানাল সান্তোস
হাঁটুর চোট কাটিয়ে ফেরার পথে ধীরে ধীরে আলোয় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় তার মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সান্তোস কোচ জুয়ান পাবলো ভজভোডার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন ক্লাব ও জাতীয় দলের সমর্থকেরা।
ক্যাম্পেনোতো পাউলিস্তা টুর্নামেন্ট দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে সান্তোস। ব্রাজিলেইরাঁ শুরু হওয়ার আগেই এই প্রতিযোগিতায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলটি। এর মধ্যেই নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় অধীর হয়ে আছেন সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের ভক্তরা।
কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে কোচ ভজভোডা বলেন, “আমরা খুব দ্রুতই নেইমারকে দলে ফিরে পাবো। কয়েক সপ্তাহের মধ্যেই, এমনকি কয়েক দিনের মধ্যেও হতে পারে। সে দারুণভাবে অনুশীলন করছে। আমি তার সঙ্গে কথা বলেছি। এখন সে দিনে দু’বার অনুশীলন করছে, তাই কিছুটা ক্লান্ত অনুভব করছে।”
আগামী ২১ দিনে সান্তোসকে মোট ছয়টি ম্যাচ খেলতে হবে, যার মধ্যে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। কোচ জানান, দ্রুত মাঠে ফিরে দলকে সাহায্য করতে নেইমার অত্যন্ত আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ।
গত ২২ ডিসেম্বর মেনিস্কাসের ইনজুরি সারাতে হাঁটুর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করান ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। অস্ত্রোপচারের কারণে ২০২৬ মৌসুমের প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি। বর্তমানে নিজের ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্তিনির তত্ত্বাবধানে নিয়মিত ডাবল ট্রেনিং সেশন চালিয়ে যাচ্ছেন নেইমার।
ব্রাজিলের ক্রীড়া বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, সান্তোসের আসন্ন ডার্বি ম্যাচেই ফিরতে পারেন নেইমার। ৫ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচকে লক্ষ্য করে ধাপে ধাপে পূর্ণ ফিটনেসে ফেরার পরিকল্পনা সাজানো হচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে, দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই আবার সবুজ মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে—যার প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন পুরো সান্তোস শিবির।



























