বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ২৭ জানুয়ারি ২০২৬

সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কার, দেশে ফেরা নিয়ে জল্পনা

সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কার, দেশে ফেরা নিয়ে জল্পনা
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে সাকিব ফিট থাকলে দলে বিবেচনায় নেওয়া হবে বলে এক সংবাদ সম্মেলনে জানায় বিসিবি। 

এরই মাঝে সাকিবের বাড়িতে প্রস্তুতি শুরু হয়েছে।

সংসদ সদস্যপদ হারানোর পর সাকিব আর দেশে ফেরেননি, বাড়িও আসেননি। তবে বিসিবি সম্প্রতি তাকে দেশে এসে আবারো জাতীয় দলের হয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। 

এই খবর শুনে তার বাড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে জোরকদমে। একটি গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল এমনই কিছু মুহূর্ত। কর্মব্যস্ত মিস্ত্রীর কাছে জানতে চাইলে জানান, 'সাকিব ভাইয়ের গেইটের চাকা নষ্ট হয়ে গেছে। সে দেশে আসবে শুনলাম। তাই গেইট মেরামত করে দিচ্ছি।'

তবে সাকিব কবে আসতে পারেন জানতে চাইলে তিনি তা জানেন না বলে উল্লেখ করেছেন। তবে বলেছেন, 'হ্যাঁ দেশে আসবে।'

৫ আগস্ট ২০২৪ এর পর সাকিব আর দেশে আসেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি। পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিও আর গায়ে চাপানো হয়নি, অবসরকেন্দ্রিক পরিকল্পনাও ভেস্তে গেছে।