সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। এর ফলে দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে আর খেলা হয়নি তার।
তবে এবার সাকিবকে দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন।
তিনি বলেন, “আপনারা এর আগেও সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন করেছেন, নানা আলোচনা হয়েছে এবং বিভিন্ন উত্তর খোঁজার চেষ্টা করেছেন। আমরা আপনাদের জানাতে চাই, বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
আমজাদ হোসেন আরও জানান, সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়,
“সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে—এবং যেখানে খেলা হবে, সেই ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি ও সক্ষমতা থাকলে—বোর্ড বা নির্বাচক কমিটি ভবিষ্যতে তাকে নির্বাচনের জন্য অবশ্যই বিবেচনা করবে।”
জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সাকিব দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও গ্লোবাল লিগে নিয়মিত খেলছেন। জাতীয় দলে ফিরলেও এসব টুর্নামেন্টে তার অংশগ্রহণে বিসিবির পক্ষ থেকে কোনো বাধা থাকবে না বলেও জানান আমজাদ হোসেন। তিনি বলেন,
“সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টেও অংশ নিতে পারবে। প্রয়োজন অনুযায়ী বোর্ড তাকে এনওসি (অনাপত্তিপত্র) প্রদান করবে।”
এই সিদ্ধান্তের মাধ্যমে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ থাকছে না। বোর্ডের নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে ভবিষ্যতে আবারও লাল-সবুজ জার্সিতে তাকে দেখা যেতে পারে—এমন সম্ভাবনাই এখন জোরালো হচ্ছে।



























