শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধ :

প্রকাশিত: ১০:১২, ২৩ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেফতার

চট্টগ্রামে সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেফতার
সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর লাভ লেইন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট পরে হওয়া কয়েকটি মামলার আসামি তিনি।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর কয়েকটি মামলার আসামি তিনি।

সলিম ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। গণ-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তার হদিস মিলছিল না।