রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশিত: ১২:২৬, ৯ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় গাঁজাসহ আটক ২

কুমিল্লায় গাঁজাসহ আটক ২
সংগৃহীত

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই বোন শিল্পী আক্তার (৪০) ও রিনা আক্তারকে (২৭) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সততা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে  তাদের আটক করা হয়।

আটককৃতরা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা গ্রামের বাসিন্দা। তারা ওই এলাকার মো. নুর ইসলামের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিম পাশে সততা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় ওই দুই বোনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা গাঁজা পাচারের কথা স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ