শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ২৫ মার্চ ২০২৪

আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর

স্বাধীনতা দিবস ও দোল পূর্ণিমাপূজা উপলক্ষে ২দিনের জন্য আখাউড়া স্থলবন্দর থেকে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে এক চিঠির মাধ্যমে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সোমবার (২৫ মার্চ) দোল পূর্ণিমা ও মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের জন্য এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন খায়রুল আলম বলেন, ‘মহান স্বাধীনতা দিবস ও দোল পূর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।’

আ/ম

জনপ্রিয়