রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এতে করে দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ১,৮৫,৯৪৭ টাকা (আগে ছিল ১,৮২,৮১০ টাকা)। অর্থাৎ প্রতি ভরিতে বেড়েছে ৩,১৩৭ টাকা।

২১ ক্যারেট স্বর্ণ: ১,৭৭,৫০৩ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণ: ১,৫২,১৪৫ টাকা।

সনাতন পদ্ধতি: ১,২৬,১৪৬ টাকা।

বাজুস জানিয়েছে, এই দামে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

দাম পরিবর্তনের হিসাব

চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে—

৩৬ বার দাম বেড়েছে,

১৬ বার কমেছে।

তুলনামূলকভাবে, গত বছর (২০২৪) মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল; এর মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

রুপার দাম অপরিবর্তিত

অন্যদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে বাজারে—

২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা,

২১ ক্যারেট রুপা: ২,৬৮৩ টাকা,

১৮ ক্যারেট রুপা: ২,২৯৮ টাকা,

সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা।

সম্পর্কিত বিষয়: