রাজধানীতে ট্রাফিকের ভূমিকায় ছাত্রদল

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হচ্ছে। আহতদের স্বজনদের আহাজারি ও উৎসুক জনতার ভিড়ে হাসপাতাল এলাকা জনাকীর্ণ হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের সামনের সড়কে দেখা যায়, ঢাকা কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন সদস্য স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের ভূমিকায় নেমেছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছেন, পথচারীদের গন্তব্যে পৌঁছাতে দিকনির্দেশনা দিচ্ছেন এবং অ্যাম্বুলেন্স চলাচলে সহায়তা করছেন।
ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী মোস্তাক হোসেন বলেন, “আমরা শুধু রাজনৈতিক সংগঠন হিসেবেই কাজ করছি না, জনগণের সেবাও আমাদের দায়িত্ব বলে মনে করি। এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। ব্যবসায়ী মানিক সাহা বলেন, “রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যারা জনসেবায় এগিয়ে আসে, তাদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”