মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ভোলা প্রতিনিধি :

প্রকাশিত: ১৩:০১, ৭ অক্টোবর ২০২৪

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
সংগৃহীত

ভোলায় ডাকাতির অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।  এসময় দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৭ অক্টোবর) সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।

আটককৃতদের নামে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও দস্যুতার অভিযোগ রয়েছে।

জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়