মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ১২ মার্চ ২০২৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান সানী কে  গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বিষষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম।  

তিনি বলেন, গ্রেফতারকৃত সাইদুর রহমান সানী একজন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৬ সালের ১৮ অক্টোবর ৫০০ পিস ইনজেকশন ও মাদকসহ তিনি গ্রেফতার হন। পরে তার বিরুদ্ধে বংশাল থানার মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয়ে ৪ মাস জেলহাজতে থাকার পর আদালতে জামিন পান। কিন্তু তিনি নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন বলে জানান তিনি।

আ/ম