আ.লীগ ভবিষ্যতে এদেশে রাজনীতি করার অধিকার রাখে না : নুর

আওয়ামী লীগ ভবিষ্যতে এদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, যে গণ-অভ্যুত্থানে দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে, ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্নে ও গণহত্যার বিচারের প্রশ্নে বিগত ৮ মাসে আমরা কোনো অগ্রগতি লক্ষ্য করি নাই। অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, এ নিয়ে কোনো টালবাহানা চলবে না। অনতিবিলম্বে বিচার বিভাগের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এখনও রাজপথে শহীদের রক্ত শুকায়নি, শহীদ ও আহত পরিবারের কান্না থামেনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।