মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১২:০৬, ১৪ জুলাই ২০২৫

রেললাইনে ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

রেললাইনে ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তবে ট্রাকটি উদ্ধারে এরই মধ্যে কাজ করছে উদ্ধারকারী দল। 

 

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার শ্রিফলতিলী ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাবার পথে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পেছনের চাকা মাটিতে  দেবে বিকল হয়ে পড়ে। এ সময় সেখানকার রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যান বিষয়টি কর্তৃপক্ষকে জানান। যার ফলে ওই সময় ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। 

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

 

সম্পর্কিত বিষয়: