গোপালগঞ্জে নদীপথে পাহারা জোরদার করেছে কোস্টগার্ড-নৌবাহিনী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানো হচ্ছে। নদীপথে পালানোর চেষ্টা ঠেকাতে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী টহল জোরদার করেছে।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যাতে দুষ্কৃতিকারীরা জলপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে—এমন আশঙ্কায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এই টহল পরিচালনা করছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা দিন-রাত নদীপথে টহল দিচ্ছেন। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।