বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ৩ এপ্রিল ২০২৪

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
আটককৃতরা

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২জন বাংলাদেশি আহত হয়েছেন। তারা মাদক কারবারির সাথে জড়িত বলে জানায় বিজিবি।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবির ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত বাবু মিয়া বেনাপোলের দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে। তারা মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছন বিজিবি।

বিজিবি-২১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার গণমাধ্যমলে বলেন, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ আসছিল। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ওপর রাবার বুলেট চালায়। সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। তাদের আটক দেখিয়ে হেফাজতে রেখে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে তাদের বেনাপোল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

আ/ম

 

সর্বশেষ