সোমবার ০৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:৫২, ৩ আগস্ট ২০২৫

শ্রীপুরে নিহত বৃদ্ধের মরদেহ তিনমাস পর কবর থেকে উত্তোলন

শ্রীপুরে নিহত বৃদ্ধের মরদেহ তিনমাস পর কবর থেকে উত্তোলন
সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জমি বিরোধের জেরে মারধরের ঘটনায় নিহত বৃদ্ধের মরদেহ তিনমাস পর কবর থেকে উত্তলন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিলের উপস্থিতি মরদেহ উত্তোলন করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা।

 

রবিবার ৩ আগস্ট দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা গ্রামে এ ঘটনা ঘটে।

কবর থেকে মরদেহ উত্তোলন করা ব্যক্তির নাম মো. মফিজ উদ্দিন তিনি উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। চলতি বছরের ১১ মে তিনি মারা যান।

 

গত ১৯ মে গাজীপুর আদালত একটি মামলা দায়ের করা হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটকে নির্দেশ দেয়।

 

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, আদালতের নির্দেশনায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ উত্তোলনের সময় নিহতের স্বজন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে পূনরায় দাফন করা হবে।

সম্পর্কিত বিষয়: