শ্রীপুরে তিন শহিদের সমাধিতে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবের তিন শহিদের সমাধিতে শ্রদ্ধানিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্দোগে শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।
তিন শহিদ হলেন উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মো. হান্নানের ছেলে শহিদ শেখ জাহাঙ্গীর আলম (৫২), শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে শহিদ হাফেজ মো. শরিফুল ইসলাম(২১) ও মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রামের শেখ জামাল উদ্দিনের ছেলে শহিদ জাকির হোসেন রানা(২৭)।
জানাযায়, জুলাই বিপ্লবে শহিদদের সমাধিতে আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্দোগে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। সকাল সাড়ে সাতটার সময় এক সাথে তিন শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজিব আহমেদ শহিদ শেখ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল শহিদ হাফেজ শরিফুল এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক শহিদ মো.জাকির হোসেন রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে শহিদ গনের আন্তার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
উল্লেখ্য, গত বছর জুলাই বিপ্লবের সময় সাড়া দেশ ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। তিন আগষ্ট মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ চলা কালে সড়কের পাশ দিয়ে যাবার সময় ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর মাথায় গুলি বিদ্ধ হয়ে শহিদ হন। অপর দিকে পাঁচ আগষ্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্র জনতার সাথে বিজির সংঘষ্র্ হয় । মিছিলে অংশ নিয়ে ওই দিন বিকেলে গুলি বিদ্ধ হয়ে শহিদ হন হাফেজ শরিফুল ইসলাম ও জাকির হোসেন রানা।
জুলাই বিপ্লবে শ্রীপুরে ওই তিন শহিদ ছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, পঞ্চগড়, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার আরো অন্তত্য পনেরো ব্যক্তি শহিদ হন।