সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনাটি ঘটে ৭ আগস্ট দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে। জেলা ডিবি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও রোড এলাকায় এস এম আসলাম এর নিজ বাসা থেকে এবং আজিবপুর এলাকায় টিএইচ তোফার বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা অনুযায়ী ডিটেনশনের আবেদন করলে, নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ (ত্রিশ) দিনের আটকাদেশ মঞ্জুর করেন।
আটকের পর এস এম আসলাম ও টিএইচ তোফাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
তবে এ বিষয়ে আটককৃতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।