বুধবার ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১১:১৬, ১২ আগস্ট ২০২৫

শ্রীপুরে পৌরসভার টাকা ছাড়া মিলেনা জন্ম নিবন্ধন

শ্রীপুরে পৌরসভার টাকা ছাড়া মিলেনা জন্ম নিবন্ধন
সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার জন্ম নিবন্ধন সনদ প্রদানে সিন্ডিকেট তৈরি হয়েছে। যে খানে টাকা না দিলে জন্ম নিবন্ধ সেবা মিলছেনা। এছাড়া সরবারহ করা অধিকাংশ জন্ম নিবন্ধন সনদে ইচ্ছাকৃত ভুল করে সংশোধনের নামে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে সিন্ডিকেটের বিরুদ্ধে। দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হলেও দেখার যেন কেউ নাই।


অভিযোগ কারির ভাষ্যমতে শ্রীপুর পৌরসভার টিকাদানকারী নাসরিন সুলতানা রিপা প্রতি জন্ম নিবন্ধনক করতে তাকে ২০০ টাকা থেকে ২০০০ হাজার টাকা ঘুষ প্রদান করতে হয়। স্থানীয় ৪নং ওয়ার্ডের হাবিবুর রহমান বলেন আমি দীর্ঘ দিন যাবৎ আমার মেয়ের জন্ম নিবন্ধন করাতে গেলে রিপ আমার কাছে প্রথমে ৪ হাজার টাকা দাবী দাবি করে পরে আমি অনেক ঘুরা ঘুরি করিয়া ২ হাজার টাকা দিয়ে আমার মেয়ে জন্ম নিবন্ধ করাই। টিকাদানকারী রিপার সিন্ডিকেট তৈরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন। টিকাদানকারী নাসরিন সুলতানা রিপার বিরুদ্ধে একাদিক অভিযোগ রহিয়াছে। স্বরেজমিনে গিয়ে দেখা যায় শ্রীপুর পৌরসভার কার্যালয়ে টিকাদানকারী রিপা চেয়ারে বসে ফরম জমা নিচ্ছে ও সাথে টাকা নিচ্ছেন।


এ ব্যাপারে অভিযুক্ত নাসরিন সুলতানা রিপা বলেন আমি ফিল্ড থেকে কাগজ সংগ্রহ করিয়া আনি। তিনি যদি ফিল্ড থেকে কাগজ সংগ্রহ করে তবে পৌরসভায় বসে কি করেণ প্রশ্ন করলে তিনি কোন উত্তরদেনি ইতি মধ্যে তাহার একটি টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল।


শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন জন্ম নিবন্ধন করতে সরকারী ফি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়ে পৌরসভায় কোন আর্থিক লেন-দেন করার সুযোগ নাই, তবে যদি কেউ করে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: