মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১১:২৩, ২৩ আগস্ট ২০২৫

গোপালগঞ্জে এক সঙ্গে ৬ আওয়ামী লীগ নেতার পদত্যাগ 

গোপালগঞ্জে এক সঙ্গে ৬ আওয়ামী লীগ নেতার পদত্যাগ 
সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে একসঙ্গে এবার পদত্যাগ করেছেন আওয়ামী লীগের ৬ নেতারা।


শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা। তারা সবাই মুকসুদপুর পৌর আওয়ামী লীগের নেতা ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) একই উপজেলায় পদত্যাগ করেন আরও ৮ নেতা।


পদত্যাগকারী নেতারা হলেন- পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা ও সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।


লিখিত বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়ামত খান বলেন, ২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

 

সম্পর্কিত বিষয়: