সোমবার ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:২৯, ২৪ আগস্ট ২০২৫

ইয়েস বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা

ইয়েস বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা
সংগৃহীত

জাতীয় পর্যায়ের অন্যতম যুব সংগঠন ইয়েস বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


শনিবার(২৩ আগষ্ট) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক শোভন শাহরিয়ার সাক্ষরিত ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


এতে নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে নাজিব আহমেদ নাবিল এবং সাধারণ সম্পাদক হয়েছে ইমতিয়াজ আলম ইফাজ। এছাড়া সহ-সভাপতি নাহিদ হাসান নিলয়, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত আরা ভূঁইয়া, কোষাধ্যক্ষ ওয়াফিজ উদ্দিন আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহরাব হোসেন সায়েম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সাবিকুন নাহার মাহা, সুরাইয়া রাত্রী, বিবি ফাতেমা নিশি ও ফারিহা আক্তার দায়িত্ব গ্রহণ করেছেন।
ইয়েস বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটি ২০২৩ সালে গঠিত হওয়ার পর থেকে নারী ও শিশু অধিকার, যুব নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছে। গত দুই বছরে সংগঠনটি রমজান মাসে সাড়ে ৭৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ, স্কুল-কলেজ পর্যায়ে নারী ও শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন, ইয়ুথ পার্লামেন্ট আয়োজন এবং অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেছে যে, আগামী দিনে নোয়াখালীর সকল স্কুল ও কলেজে জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু অধিকার এবং আইনভিত্তিক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।


সভাপতি নাজিব আহমেদ নাবিল বলেন, “আমরা বিশ্বাস করি যুবসমাজই পরিবর্তনের শক্তি। নোয়াখালীতে ইয়েস বাংলাদেশকে আরও গতিশীল করে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”


সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম ইফাজ বলেন, “আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে নারী ও শিশু অধিকার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করা। আমরা চাই নোয়াখালী বাংলাদেশের অন্যতম রোল মডেল জেলা হিসেবে গড়ে উঠুক।”

সম্পর্কিত বিষয়: